বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ টূর্ণামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট ২০১৯ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্টের চূড়ান্ত খেলা গতকাল বুধবার বিকেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে টূর্ণামেন্টের চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ (বালক-বালিকা) ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) সানিউল ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কাজেম উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী। এ সময় সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমেশ চন্দ্র মজুমদার ও মো. সাইফুজ্জামান ছাড়াও ১৩টি উপজেলার উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চূড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন হয় (বালক দল) বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও (বালিকা দল) দক্ষিণ পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে বিরল উপজেলার বালক ও বালিকাদল।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ