বগুড়ায় মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে ৯ জানুয়ারি বৃহস্পতিবার জেলা প্রশাসক সভাকক্ষে করতোয়ায়  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগননা কর্মসূচী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এর সভাপতিত্বে  আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোকবুল  হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল মালেক,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট , জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু সুফিয়ান শফিক, বগুড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদ মাহমুদুল আলম নয়ন, বগুড়া ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি ওযমুনা নিউজ বিডি সম্পাদক মমিনুর রশীদ শাইন,. জেলার সকল সরকারী কর্মকর্তারা এ সময় বক্তব্য রাখেন। ।

জেলা প্রশাসক বলেন, ১০ জানুয়ারী বিকেল সাড়ে চারটায় শহরের সাতমাথা বীর শ্রেষ্ঠস্কয়ার চ্ত্তরে নির্মিত উন্মুক্ত মঞ্চে প্রধান মন্ত্রির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান মাল্টিমিডিয়ার মাধ্যমে সরাসরি দেখানো হবে ,সন্ধ্যায় আতশবাজি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই স্থানে কাউন্টডাউন মেশিন স্থাপন করা হয়েছে।

অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা উপ-পরিচালক, ইসলামি ফাউন্ডেশন এর উপপরিচাল, মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান,  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময়উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ