বগুড়ার খোকন পার্কে শহীদ মিনার পরিস্কার-পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন

ষ্টাফ রিপোর্টারঃ “স্মৃতির মিনার মোর পবিত্র, ভাষার মান সমুন্নত” এই প্রতিপাদ্য বিষয়কে মনেপ্রানে লালন করে গতকাল সোমবার বগুড়ার খোকন পার্কে শহীদ মিনার পরিস্কার-পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে পিপল্স থিয়েটার এসোসিয়েশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি বগুড়া জেলার কর্মকর্তাবৃন্দ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, বাঙালির জাতীয় জীবনের অন্যতম গৌরবোজ্জ্বল অধ্যায় ভাষা আন্দোলন। মহান একুশে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

ভাষা আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখতে সারা বাংলাদেশ শুধু নয় বিশ্বের বিভিন্ন দেশে নির্মিত হয়েছে শহীদ মিনার। শহীদ মিনার আমাদের নবজাগরণের প্রতীক, ঐতিহ্য, স্বপ্ন ও সংগ্রামের প্রতীক। পাশাপাশি সেই চেতনাকে সমুন্নত রাখতে পিপল্স থিয়েটার এসোসিয়েশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে বেশ কয়েক বছর যাবত বাংলাদেশের সকল শহীদ মিনার পরিস্কার পরিচ্ছন্ন রাখতে কর্মসূচি পালন করে চলেছে। প্রতি বারের ন্যায় এবারো গতকাল সোমবার এই কর্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার, মোঃ শাহাদৎ হোসেন, উচ্চারণ একাডেমির সভাপতি, পলাশ খন্দকার, গীতি চর্চা সংগীতালয়ের পরিচালক তাপসী দে, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ