শীতে ত্বক ফাটার ৬ সমাধান

বগুড়া নিউজ ২৪ঃ শীত আসলে অনেকের ত্বক ফাটা সমস্যা প্রবলভাবে দেখা দেয়। অনেকে ঘর থেকে বের হতে পারেন না লজ্জায়। অনেক কিছু করেও নিস্তার পান না অনেকেই। তবে প্রতিদিন কয়েকটি উপায় অবলম্বন করলে ত্বক ফাটা সমস্যার সমাধান সম্ভব। দেখুন তেমনই ছয়টি উপায়-

১. সাবান-ফেস ওয়াশ ছাড়ুন। শীতে মুখ পরিষ্কার করতে বেছে নিন ময়শ্চারাইজিং ক্লিনজার। দিনে দু-বার এই ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করবেন। মুখ পরিষ্কার করে অ্যালকোহল-ফ্রি টোনার ব্যবহার করতে ভুলবেন না।

২. শীতে ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে সিরাম ব্যবহার করতে পারেন। এর ফলে আপনাক ত্বকের হাইড্রেশন লেভেল বজায় রাখবে।

৩. ত্বকে ভিটামিন সি বেসড সিরাম লাগালে ত্বক ঝলমল করবে। এই সিরাম শীতকালে রুক্ষ বাতাস থেকেও আপনার ত্বককে রক্ষা করবে।

৪. ত্বকের টানটান ভাব বজায় রাখতে সপ্তাহে অন্তত দু-দিন ফেস মাস্ক ব্যবহার করুন। আপনার ত্বকের জন্য উপযোগী ফেস মাস্ক কী হবে, তা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে জেনে নিন।

৫. শীতকালে খুব ঘন ঘন মুখ ধোবেন না। যতবার মুখ ধোবেন, ততবার ত্বকের স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে যাবে।

৬. শীতের রোদ যতই হালকা হোক, সানস্ক্রিন না মেখে ভুলেও বাইরে বেরোবেন না। মনে রাখবেন, শীতের রোদেও ক্ষতিকর আলট্রা ভায়োলেট রে একই রকম থাকে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ