বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মিল্লাত

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন ডাঃএস. এম. মিল্লাত হোসেন। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্তক্রমে রবিবার বিকাল ৪ টায় বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় সর্বসম্মতক্রমে সিদ্বান্ত নেয়া হয়। ডা: মিল্লাত বগুড়ার সোনাতলা উপজেলার সোনাকানিয়া ত্রামের ঐতিহ্যবাহি সরকার বাড়ি এবং বর্তমানে বগুড়া শহরের নাটাইপাড়া নিবাসী অবসরপ্রাপ্ত উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খায়রুল ইসলাম ও মিসেস মোমেনা ইসলাম এর জ্যেষ্ঠ সন্তান। ব্যক্তিগত জীবনে এক পুত্র ও কন্যাসন্তানের জনক ডাঃ এস.এম. মিল্লাত হোসেন বগুড়ায় হোমিওপ্যাথিতে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে প্রথম সর্বোচ্চ ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি (বিএইচএমএস) ডিগ্রী এবং পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়া এর প্রথম ব্যাচে মাষ্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) কোর্স সম্পন্ন করেন। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ মিল্লাত বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক, পেশাজীবি সমন্বয় পরিষদ বগুড়ার সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ