উত্তরাঞ্চলে শীতেও বৃষ্টি, কুড়িগ্রামে তাপমাত্রা ৭.২ ডিগ্রি

বগুড়া নিউজ ২৪ঃ শৈত্যপ্রবাহের পাশাপাশি বৃষ্টিপাতের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উত্তরাঞ্চলের জনসাধারণকে। কুড়িগ্রাম ছাড়াও উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় প্রচণ্ড ঠাণ্ডার পাশাপাশি বৃষ্টিপাত ও ঘন কুয়াশা দেখা যাচ্ছে। এতে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। ঘন কুয়াশা থাকায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে।

আজ বুধবার সকাল ৯টায় কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল যা ছিল ৮ দশমিক ৫ ডিগি সেলসিয়াস।

উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় দু’দিন ধরে দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে বেশ কয়েকটি জেলা।

এদিকে একই অবস্থা দেখা গেছে পঞ্চগড়ে। বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গত চারদিন ধরে সূর্যের দেখা মেলেনি উত্তরের আরো কয়েকটি জেলায়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ