দেশের বিভিন্ন জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বগুড়া নিউজ ২৪ঃ তীব্র শীতের পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সাথে রয়েছে ঘন কুয়াশা। এরইমধ্যে আবার নতুন করে শৈত্যপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

এদিকে বৃহস্পতিবারও আবহাওয়া একই অবস্থা বিরাজ করবে, তাপমাত্রা বাড়বে বা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার সকাল থেকেই আকাশ মেঘে ঢেকে যায়। ঢাকার বিভিন্ন স্থানে সকাল ১১টার দিকে দু’এক ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে।

এ বিষয়ে এক আবহাওয়াবিদ বলেন, বুধ ও বৃহস্পতিবার আবহাওয়ার বিদ্যমান অবস্থা বিরাজ করবে। এরপর থেকে রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং দিনের তাপমাত্রা বাড়বে। তবে আকাশে মেঘ থাকার কারণে দু’দিন পর থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

পরবর্তী তিনদিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে শেষের দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে। সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়া রেকর্ড করা হয়েছে ৯.১ ডিগ্রি সেলসিয়াস। আর সিলেটের শ্রীমঙ্গলে রেকর্ড করা হয় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ