সিটি নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৬৭ বিদেশি পর্যবেক্ষক

বগুড়া নিউজ ২৪ঃ আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট পর্যবেক্ষণ করবেন ৬৭ জন বিদেশি পর্যবেক্ষক।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন ঢাকা সিটি নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৭টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিসহ মোট ৬৭ জন পর্যবেক্ষক।

এরমধ্যে- মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭ জন, ব্রিটেনের ১২ জন, সুইজারল্যান্ডের ৬ জন, জাপানের ৫ জন, নেদারল্যান্ডসের ৬ জন, ডেনমার্কের ২ জন, নরওয়ের ৪ জন ও ইউরোপিয়ান ইউনিয়নের ৫ জন পর্যবেক্ষক রয়েছেন।

ইতোমধ্যে নির্বাচন কমিশন সচিবালয় থেকে পর্যবেক্ষক কার্ড সংগ্রহ করেছেন বেশিরভাগ পর্যবেক্ষক।

এছাড়া নির্বাচন কমিশনে নিবন্ধিত দেশের ২২টি সংস্থার ১ হাজার ১৩ জন পর্যবেক্ষক পর্যবেক্ষণ করবেন এবারের সিটি নির্বাচন। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে থাকবেন ৫০৩ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫৭ জন পর্যবেক্ষক। আর কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করবেন ৫৩ জন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ