চুল ও ত্বকের যত্নে দইয়ের ব্যবহার

যমুনা নিউজ বিডিঃ এক্সফোলিয়েটিং মাস্ক তৈরি করতে:

প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে চান? তাহলে দই আপনার জন্য অন্যতম সেরা উপকরণ হতে পারে। স্টাইল ক্রেজ ডটকমের প্রতিবেদনে মুখমণ্ডলে সাধারণ দই প্রয়োগ করে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলতে পরামর্শ দেয়া হয়েছে। দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বককে আর্দ্র করে ও প্রশান্তি দেয়। আপনি আর্দ্রতার মাত্রা বাড়াতে চাইলে দইয়ের সঙ্গে এক চা-চামচ মধু ও ওটস মেশাতে পারেন।

চুলের রুক্ষতা দূর করতে:

রুক্ষ চুলের জন্য দই বিশেষ সহায়ক হতে পারে। ক্রাঞ্চি বেটি ডটকমের প্রতিবেদনে চুলের রুক্ষতা দূর করতে দই, কোকোয়া পাউডার ও মধু একত্রে ব্যবহার করতে পরামর্শ দেয়া হয়েছে। এক কাপ সাধারণ দই, দুই টেবিল চামচ কোকোয়া পাউডার ও দুই টেবিল চামচ মধু মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করতে পারেন। এ মাস্ক চুলে ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

প্রাকৃতিক হেয়ার ডাই হিসেবে:

ব্লিচের ব্যবহার ছাড়াই চুলকে হাইলাইটস করা বা রঙে ভিন্নতা আনার অন্যতম প্রাকৃতিক উপায় হচ্ছে লেবুর রস ও দইয়ের মিশ্রণ। এক কাপ দইয়ে দুই টেবিল চামচ লেবুর রস মিশিয়ে চুলে প্রয়োগ করে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। আপনার চুলে সফট ও গোল্ডেন হাইলাইটস আসবে।

পায়ের যত্ন নিতে:

আমাদের শরীরের অন্যতম অবহেলিত স্থান হচ্ছে পা। আর নয় অবহেলা, পায়ের যত্ন নিতে ইউ বিউটি ডটকমের প্রতিবেদনে দই ও আখরোট বাদাম ব্যবহার করতে পরামর্শ দেয়া হয়েছে। দই ও আখরোট বাদামের প্রাকৃতিক স্ক্রাবে পা কোমল ও মসৃণ হয়। অর্ধকাপ আখরোট বাদামকে গুঁড়া করে এককাপ দইয়ে মিশিয়ে আপনার পা স্ক্রাব করে ধুয়ে ফেলুন।

স্কিন টোনার হিসেবে:

সাধারণ দই আপনার জন্য চমৎকার স্কিন টোনার হতে পারে। আপনার ত্বকে বিবর্ণতা, রোদে পোড়া দাগ অথবা ব্রণের দাগ থাকলে দই ব্যবহার করে কমাতে পারেন। স্কিন টোনার তৈরি করতে তিন টেবিল চামচ দইয়ে এক চা-চামচ লেবুর রস মিশিয়ে নিন। এরপর আপনার মুখমণ্ডলে প্রয়োগ করে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ