সিটি নির্বাচন: আজ রাত থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

যমুনা নিউজ বিডিঃ আসন্ন ঢাকা সিটি নির্বাচনের আগে রাজধানীতে মোটরসাইকেল চলাচলে ৫৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নিষেধাজ্ঞা বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে রবিবার সকাল পর্যন্ত কার্যকর থাকবে।

এছাড়া মোটরচালিত যানবাহন চলাচলও ১৮ ঘণ্টার জন্য সীমাবদ্ধ করা হয়েছে। তবে এটি শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে নির্বাচনী এলাকাসমূহে কার্যকর হবে।

ইসি থেকে দেয়া স্টিকারযুক্ত মোটরসাইকেল, যানবাহন, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং ডাক বিভাগসহ জরুরি পরিসেবার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকছে না।

৩১ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টা পর্যন্ত বেবিট্যাক্সি বা অটোরিকশা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, গাড়ি, বাস, ট্রাক এবং অন্যান্য মোটরচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ