চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ‘পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২০ সমাপ্ত হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জ সরকারী কলেজ অডিটোরিয়ামে সমাপনী সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এজেডএম নুরুল হক।

অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর ড.শংকর কুমার কুন্ডু। প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর মনজুর হোসেন।

অনুষ্ঠানে বক্তারা এ ধরনের মেলা আয়োজনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। আলোচনা শেষে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। মেলায় ৩টি গ্রুপে জেলার পাঁচ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮টি স্টলে বিভিন্ন প্রকল্প প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ