যে ১১ স্মার্টফোনে চার্জ থাকে দীর্ঘ সময়

বগুড়া নিউজ ২৪ঃ সাধারণত স্মার্টফোনে দ্রুত চার্জ ফুরিয়ে যায়। এজন্য অনেকে পাওয়ার ব্যাংক ব্যবহার করে থাকেন। তবে কোন ফোনে দীর্ঘ সময় চার্জ থাকে তা অনেকেরই জানা নেই। দীর্ঘ সময় চার্জ এবং ব্যাটারির দিক থেকে সেরা মোবাইল ফোনের তালিকা প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক অনলাইন পোর্টাল ‘ফোন অ্যারেনা’। ফোন অ্যারেনা ১১টি মোবাইল ফোনের তালিকা প্রকাশ করেছে। তাদের মতে, এই ১১টি ফোনে বেশি সময় চার্জ থাকে।

১. মটোরোলা মটো জি৭ পাওয়ার। এই ফোনটি একবার ফুল চার্জ দিলে ২০ ঘণ্টা ৮ মিনিট থাকে। এর ব্যাটারির ধারণক্ষমতা ৫,০০০ এমপিআর।

২. শাওমি মি ম্যাক্স ২ ফোন একবার চার্জে চলে ১৭ ঘণ্টা ২২ মিনিট। এর ব্যাটারিরর ধারণক্ষমতা ৫,৩০০ এমপিআর।

৩. এলজি এক্স পাওয়ার একবার চার্জে চলে ১৫ ঘণ্টা ১৮ মিনিট। এর ব্যাটারিরর ধারণক্ষমতা ৪,১০০ এমপিআর।

৪. মটোরোলা মটো ই৫ প্লাস একবার চার্জে চলে ১৫ ঘণ্টা ৮ মিনিট। এর ব্যাটারিরর ধারণক্ষমতা ৫,০০০ এমপিআর।

৫. ব্লু স্টুডিও এনার্জি একবার চার্জে চলে ১৪ ঘণ্টা ৫৩ মিনিট। এর ব্যাটারিরর ধারণক্ষমতা ৫,০০০ এমপিআর।

৬. মটোরোলা মটো জি৮ প্লাস একবার চার্জে চলে ১৪ ঘণ্টা ২৯ মিনিট। এর ব্যাটারিরর ধারণক্ষমতা ৪,০০০ এমপিআর।

৭. হুয়াওয়ে মেট ২০ একবার চার্জে চলে ১৪ ঘণ্টা ২৬ মিনিট। এর ব্যাটারিরর ধারণক্ষমতা ৪,০০০ এমপিআর।

৮. আসুস আরওজি ফোন ২ একবার চার্জে চলে ১৪ ঘণ্টা ১১ মিনিট। এর ব্যাটারিরর ধারণক্ষমতা ৬,০০০ এমপিআর।

৯. মটোরোলা মটো জেড প্লে ড্রয়েড একবার চার্জে চলে ১৩ ঘণ্টা ৪৩ মিনিট। এর ব্যাটারিরর ধারণক্ষমতা ৩.৫১০ এমপিআর।

১০. শাওমি রেডমি ৩এস একবার চার্জে চলে ১৩ ঘণ্টা ৩৯ মিনিট। এর ব্যাটারিরর ধারণক্ষমতা ৪.১০০ এমপিআর।

১১. অ্যাপল আইফোন ১১ একবার চার্জে চলে ১৩ ঘণ্টা ২৯ মিনিট। এর ব্যাটারিরর ধারণক্ষমতা ৩.১১০ এমপিআর।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ