আ. লীগের উন্নয়ন দেখে ভয় পায় বিএনপি : মোশাররফ

বগুড়া নিউজ ২৪ঃ সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগের উন্নয়ন দেখে বিএনপি নির্বাচনে যেতে ভয় পায়। তাই তারা নির্বাচনে গেলেও তাদের কেউ ভোট দেয় না।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী চলতি বছর মুজিববর্ষে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। বর্তমান সরকারের সময় দেশের মানুষ শান্তিতে বসবাস করছে। তৃণমূলের নেতাকর্মীদের সাধারণ মানুষের সাথে সম্পর্ক আরও বাড়াতে হবে। জনগণকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে জানাতে হবে।

তিনি বলেন, দলের ক্লান্তিকালে তৃণমূলের নেতাকর্মীরা দলকে আঁকড়ে রেখেছিলেন, তারাই দলের প্রাণ। তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে দল পরিচালনা করতে হবে। গ্রামের মানুষ সহজ সরল, তারা শান্তি চায়।

মিরসরাইয়ের মহামায়া ইকোপার্কে আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার সভাপতি-সম্পাদক ও ওয়ার্ড সভাপতি-সম্পাদক ছাড়াও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া ও যুগ্ম সম্পাদক এসএম আবুল হোসেনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রুহেল, কথা সাহিত্যিক আবদুল কাইয়ুম নিজামী, মহিউদ্দিন আহমেদ রাশেদ, সাবেদুর রহমান সুমু।

তৃণমূল প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন- গিয়াস উদ্দিন, মীর আলম মাসুক, শেখ সেলিম, সোনা মিয়া, শ্যামল দেওয়ানজী, জহির উদ্দিন ইরান, মোশাররফ হোসেন মুন্না, আবুল কাশেম ভূঁইয়া, আবুল বশর, ফরিদুর রহমান আরজু, সামছুল আলম দিদার, মোহাম্মদ ইউনুস, তোফায়েল উল্ল্যাহ চৌধুরী নাজমুল, মাহফুজুল হক জুনু, কবির আহমদ নিজামী, মাস্টার ইদ্রিস মিয়া, ফরিদুল হাসান টিপু, হাসান মাহফুজ, নুরুচ্ছাপা শাহীন, আনোয়ারুল ইসলাম টিপু, ইব্রাহীম, মেজবাউল আলম।

এ সময় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ