পাকিস্তানের শেষ শিশুটি পর্যন্ত লড়াই করবে:‍‍‍ ইমরান

বগুড়া নিউজ ২৪ঃ যুদ্ধংদেহী মনোভাবের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশটির সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানেকে সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।গতকাল পাকিস্তানের আজাদ জম্মু-কাশ্মীরে এক সমাবেশে দেয়া বক্তৃতায় ইমরান খান এ সতর্কবার্তা উচ্চারণ করেন।

কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে গতকাল আজাদ কাশ্মীরের মিরপুর শহরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এত দেয়া বক্তৃতায় ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বক্তব্য তুলে ধরে সে সম্পর্কে মোদিকে সতর্ক করেন।

নরেন্দ্র মোদি সম্প্রতি বলেছেন, “পাকিস্তানকে ধুলায় মিশিয়ে দিতে ভারতের সামরিক বাহিনীর ১০ দিনের বেশি সময় লাগবে না।”মোদির এ বক্তব্যের জবাবে ইমরান খান বলেন, “আপনি ইতিহাস খুঁজে দেখুন, তাতে আপনার দাবি মিথ্যা প্রতিপন্ন হবে।” ইমরান খান বলেন, যারা এ ধরনের অহংকার করেছে ইতিহাসের পাতায় তাদের পরাজয় লেখা হয়েছে।এসময় তিনি হিটলার এবং নেপোলিয়ানের বাহিনীর রাশিয়া অভিযানের ব্যর্থতার কথা তুলে ধরেন। এছাড়া, মার্কিন বাহিনীর আফগানিস্তান ও ভিয়েতনামে পরাজয়ের কথাও উল্লেখে করেন ইমরান খান। সূত্র: পার্সটুডে

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ