দিল্লিতে কেজরিওয়ালের হ্যাটট্রিক, বিজেপির ভরাডুবি

বগুড়া নিউজ ২৪ঃ টানা তৃতীয়বারের মতো দিল্লির ক্ষমতায় বসতে যাচ্ছেন আম আদমি পার্টির (এএপি) অরবিন্দ কেজরিওয়াল। আর ঝাড়খণ্ডের মতো এখানেও ভরাডুবি হয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি)।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যেখানে এখন পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে, দিল্লি বিধানসভার মোট ৭০ আসনের মধ্যে এএপির কেজরিওয়াল ৫৩টিতে জয় পেয়েছেন। ফলে ফের দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসতে যাচ্ছেন তিনি। খবর ‘এনডিটিভি’।

অন্যদিকে ২০ বছর ধরে দিল্লির ক্ষমতায় আসতে ব্যর্থ হওয়া বিজেপি মাত্র ১৬টি আসনে জয় পেয়েছেন। আর দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেস জিতেছে ১টি আসনে।

দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসতে হলে কমপক্ষে ৩৬টি আসনে জয় দরকার। ২০১৫ সালের নির্বাচনে আম আদমি পার্টি ৬৭টি আসনে জয় নিয়ে ক্ষমতায় আসে। ওই বছরের বিধানসভা নির্বাচনে মোট ভোটের ৫৪ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছিল আম আদমি পার্টি। বিজেপি পেয়েছিল ৩২ শতাংশ ভোট। আর ৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস।

এ দিকে আম আদমি পার্টির বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার খবরে বিজেপির এমপিদের জরুরি বৈঠক ডেকেছেন দলটির নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ