স্মার্টফোন ভিজে গেলে কি করবেন

বগুড়া নিউজ ২৪ঃ কখনো কখনো হাত ফসকে পানিতে, চায়ে কিংবা কফিতে পড়ে যেতে পারে আপনার প্রিয় স্মার্টফোনটি। ভাবছেন পড়া মাত্র নষ্ট হয়ে গেল আপনার প্রিয় ফোনটি। ভাবার কোন কারণ নেই। কারণ একটু সচেতন হলেই আপনার ফোনটি রক্ষা করা সম্ভব। টাইমস অব ইন্ডিয়া অবলম্বণে ভেজা স্মার্টফোনকে বাঁচানোর কয়েকটি টিপস নিচে দেওয়া হলো:

এক. প্রথমে ব্যাটারি স্টিকার চেক করুন:

কোন কারণে স্মার্টফোন ভিজে গেলে প্রথমেই এর ব্যাটারি স্টিকার চেক করুন। যদি আপনার ফোনটির ওয়্যারেন্টি থাকে তাহলে এটি ভিজলেও কোনো ক্ষতি নেই। আর যদি আপনি ফোনটি ক্ষতিগ্রস্থ অবস্থায় খুজেঁ পান তাহলে সাথে সাথেই এর ব্যাটারি খুঁলে ফেলুন।

দুই. তৎক্ষণাৎ ফোনটি বন্ধ করুন:

স্মার্টফোনটি ভেজার সাথে সাথে বড় ধরনের ক্ষতি এড়াতে তৎক্ষণাৎ ফোনটি বন্ধ করুন। তারপর যত তাড়াতাড়ি সম্ভব নরম কাপড় বা টিস্যু দিয়ে পানি মুছে ফেলুন। সেই সাথে স্মার্টফোনের ব্যাটারি, সিম, ম্যামোরি কার্ড খুলে ফেলে সেগুলোও বাতাসে শুকাতে দিন।

তিন. পুঙ্খানুপুঙ্খ ভাবে ফোন মুছে ফেলুন:

নরম কাপড় দিয়ে ফোনটি ভালোভাবে মুছে ফেলুন। এমনকি যদি সম্ভব হয় তাহলে ফোনের পানি বের করার জন্য একটা ছোট ভ্যাকুয়াম ক্লিনারও ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে চুল শুকানোর মেশিন ব্যবহার না করাই ভালো।

চার. বাটিতে চাল নিয়ে তার মধ্যে ফোনটি রাখুন:

ভেজা স্মার্টফোনটি রাতভর বাটির চালে ডুবিয়ে রেখে দিন। তাহলে চাল এটি থেকে আর্দ্রতা চুষে নিবে। এতে করে আপনার ফোনটি ভালো থাকবে।

পাঁচ. স্মার্টফোনটি পুনরায় আরম্ভ করার পূর্বে ২৪ ঘন্টা অপেক্ষা করুন:

ভেজা স্মার্টফোনটি পুনরায় আরম্ভ করার পূর্বে ২৪ ঘন্টা কিংবা আরও বেশি সময় অপেক্ষা করলে ভালো হয়। এমনকি এর অন্য প্রয়োজনীয় উপাদানগুলোও ভালোভাবে শুকিয়ে নিন। এরপর স্মার্টফোনে সব উপাদান ঠিকঠাকমতো লাগিয়ে এটি চালু করুন। চালু না হলে পাশাপাশি কোন কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

ছয়. বাতাসে শুকান:

স্মার্টফোনের ভেজা উপাদানগুলো কোন খোলা রুমে ফ্যানের নিচে রাখা ঠিক নয়। এগুলো বাতাসে তথা এয়ার কন্ডিশনের সামনে ধরলে কয়েক মিনিটের মধ্যেই তা শুকিয়ে যায়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ