বগুড়া গাবতলীতে আজম খানের স্মরণ সভা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক বলেছেন, মরহুম আজম খানের নেতৃত্বে গাবতলী উপজেলায় আ’লীগের জনপ্রিয়তা বেড়েছে বহুগুন। গাবতলীতে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য তিনি দিনরাত ছুটে বেড়িয়েছিলেন এপ্রান্ত থেকে ওপ্রান্তে। তিনি তার মেধা ও শ্রম দিয়ে বিএনপি অধ্যুষিত এলাকায় আ’লীগকে সুসংগঠিত করার কারিগর ছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে কাজ করে গেছেন। তিনি সবসময় সুখে-দুখে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। জনগণের সুখ দুঃখের সাথী হয়ে থেকেছেন। তিনি তার কর্মের মধ্যদিয়ে গাবতলীবাসীর হৃদয়ে জায়গা করে নিয়ে ছিলেন। তিনি ইহকাল ত্যাগ করলেও দীর্ঘকাল তিনি গাবতলীবাসীর মাঝে বেঁচে থাকবেন। বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মরহুম এএইচ আজম খানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার উপজেলা চত্ত¡রে আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) আব্দুস সালাম ভূলন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা মানুষের মাঝে পৌঁছে দিতে জীবনের শেষে দিন পর্যন্ত মরহুম আজম খান নিরলসভাবে কাজ করে গেছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য মাহফুজুল ইসলাম রাজ, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান যুবনেতা প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি লতিফুল বারী মিন্টু, জেলা পরিষদের সদস্য মরহুম আজম খানের ছেলে ফয়সাল খান জনি, জেলা যুবলীগের সভাপতি শুভাষীশ পোদ্দার লিটন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহম্মেদ ও ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ রয়েল। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি খাদিজা খাতুন শেফালী, বগুড়া পৌর আ’লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহুরুল হক বুলবুল, দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, মরহুম আজম খানের সহধর্মিনী ফেরদৌসী আরা খান, মেয়ে লিজু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলরাজী জুয়েল, সাধারণ সম্পাদক মাশরাফি হিরো, জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রানা, আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আঃ রউফ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, ধন্য গোপাল সিংহ, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী রেকসেনা আকতার, সাধারণ সম্পাদিকা নাজমা আকতার, পৌর আ’লীগের আহবায়ক আজিজার রহমান পাইকার, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, আব্দুল গোফ্ফার, সেকেন্দার আলী, সাইফুল ইসলাম, আলমগীর হোসেনসহ আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী। শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ