বন্ধ হচ্ছে অ্যান্ড্রয়েড নির্মাতার কোম্পানি

বগুড়া নিউজ ২৪ঃ অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের সহ-প্রতিষ্ঠাতা অ্যান্ডি রুবিনের প্রতিষ্ঠান এসেনশিয়াল বন্ধ হওয়ার ঘোষণা দিয়েছে।

বেশকিছু স্মার্টফোন, স্মার্টহোম স্পিকার এবং নিজস্ব অপারেটিং সিস্টেম উন্মোচনের পরিকল্পনা ছিল ২০১৫ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটির।

তবে, এসেনশিয়াল ফোন নামে একটি স্মার্টফোন এবং ডিভাইসটির কিছু অ্যাকসেসরি উন্মোচনের পর ইতি টানছে প্রতিষ্ঠানটি। জেম নামে একটি অত্যন্ত পাতলা স্মার্টফোন নিয়ে কাজ করছিল এসেনশিয়াল। প্রতিষ্ঠানের এক বিবৃতিতে বলা হয়, এটি সরবরাহ করতে তারা ‘সামনে কোনো স্পষ্ট পথ দেখছে না।’

‘আমাদের লক্ষ্য ছিল এমন একটি মোবাইল কম্পিউটিং ব্যবস্থা উদ্ভাবন করা, যা মানুষের জীবনযাপনের চাহিদার সঙ্গে একীভূত হবে।’ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় আমরা জেমকে যত দূর পর্যন্ত নেয়া সম্ভব ছিল নিয়েছি; কিন্তু আফসোস এটি গ্রাহকের কাছে সরবরাহ করার কোনো স্পষ্ট পথ নেই।

এ কারণে আমরা এসেনশিয়ালের কার্যক্রম থামিয়ে প্রতিষ্ঠান বন্ধ করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি, জানিয়েছে এসেনশিয়াল। প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় এসেনশিয়াল ফোনে আর কোনো সফটওয়্যার নিরাপত্তা আপডেট পাবেন না গ্রাহক।

ডেভেলপাররা যাতে ডিভাইসটি নিয়ে কাজ চালিয়ে যেতে পারে সে কারণে কোডিং সাইট গিটহাবে নিজেদের সফটওয়্যার শেয়ার করেছে প্রতিষ্ঠানটি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ