১০০ কেজির বাগাড় মাছ, দাম উঠেছে ২ লাখ টাকা

বগুড়া নিউজ ২৪ঃ সিলেট নগরীর লালবাজার মৎস্য আড়তে বিক্রির জন্য ১০০ কেজি ওজনের বাগাড় মাছ উঠেছে। বৃহস্পতিবার সকালে বিয়ানীবাজার উপজেলা থেকে মাছটি নিয়ে এলে মৎস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন তা কিনে নেন এবং বিক্রির জন্য দুই লাখ টাকার দাম হাঁকছেন।

তিনি জানান, বুধবার গভীর রাতে বিয়ানীবাজারের কুশিয়ারা নদীতে জেলেদের জালে বাগাড় মাছটি ধরা পড়ে। মাছটি অনেকেই কিনতে চাইছেন। কিন্তু চাহিদামতো দাম পাচ্ছেন না। আস্ত বিক্রি করতে না পারলে কেটে ভাগা হিসেবে বিক্রি করবেন বলে জানালেন তিনি।

বাগাড় মাছ দেখতে আসা নগরের মেন্দিবাগ এলাকার বাসিন্দা রাজু আহমদ বলেন, ‘লালবাজার থেকে আগে কয়েকবার বাগাড় মাছ কেজি দরে কিনেছি। মাছটি খেতে সুস্বাদু। আজকে বাজারে বাগাড় মাছ আনা হয়েছে শুনে এসেছি।’

লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলজার আহমদ বলেন, বড় আকারের বাগাড় মাছ লালবাজারে এর আগেও বিক্রি হয়েছে। আজ বিক্রির জন্য আনা মাছটির ওজন ১০০ কেজি। সিলেটের বিভিন্ন নদীতে প্রায়ই বড় আকারের বাগাড় মাছ ধরা পড়ে। সেগুলো বিক্রি করতে লালবাজারে নিয়ে আসা হয় বলে জানান তিনি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ