বগুড়া-১ আসনে উপ-নির্বাচন আগামী কাল বিএনপি’র প্রার্থীদের ভাগ্য নির্ধারণ

বগুড়া নিউজ ২৪ঃ আগামী ২৯মার্চ বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে উপ-নির্বাচন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাল ২৪ ফেব্রুয়ারী সোমবার চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা করবে। তবে এলাকায় গুঞ্জন উঠেছে সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির পাচ্ছেন দলীয় মনোনয়ন।

বগুড়া-১ সোনাতলা-সারিয়াকান্দি আসনে উপ-নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেতে যারা মনোনয়ন যুদ্ধে লড়ছেন তারা হলেন, সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের ছোট ভাই কাজী এরফানুর রহমান রেন্টু, বগুড়া বিএমএর সাবেক সভাপতি ও ড্যাবের আহবায়ক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান হিরু মন্ডল, জেলা বিএনপির সদস্য মোঃ শহিদুল নবী সালাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক মোঃ বেলাল হোসেন, ড. শামছুল আলম, এএসএম রফিকুল ইসলাম বিশ্বাস।

ওই আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় এলাকায় পাল্টে গেছে বিএনপির হিসাব নিকাশ। দলীয় মনোনয়ন পাচ্ছে সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির। এমনটি গুজব গতকাল রোববার দিনভর সোনাতলায় ছিল।
উল্লেখ্য, বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা সুখে দুখে যাকে পাশে পায় তাকেই দলীয় মনোনয়ন দিতে দলের হাই কমান্ডের নিকট দাবি জানান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ