মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেটে চাকরি: ৫ পুলিশ সদস্যের কারাদণ্ড

বগুড়া নিউজ ২৪ঃ মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট দিয়ে পুলিশের চাকরি নেয়ার অপরাধে নাটোরে পাঁচ পুলিশ সদস্যকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- লালপুর উপজেলার বিলমাড়িয়া এলাকার জামাল হোসেনের ছেলে সাজেদুর রহমান, একই এলাকার কাউছার ওরফে বেলুর ছেলে জোবায়ের হোসেন ওরফে পলাশ, নলডাঙ্গা উপজেলার কাটুয়াগাড়ী এলাকার বাবুল মোল্লার ছেলে সাইদুর রহমান, একই এলাকার হাবিবুর রহমানের ছেলে আমির আলী এবং গুরুদাসপুর উপজেলার হাঁসমারি গ্রামের মৃত মজিদ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম। নাটোর আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, আসামিরা ২০১১ সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ সদস্য হিসেবে নিয়োগ পান। মুক্তিযোদ্ধার সার্টিফিকেট যাচাই-বাছাইয়ে নিয়োগপ্রাপ্ত পাঁচ পুলিশ সদস্যের সার্টিফিকেট ভুয়া হিসেবে বেরিয়ে আসে। পরে ২০১২ সালে নাটোর পুলিশ লাইন্সের আরআই ওয়ান মামুনুর রশিদ বাদী হয়ে ওই পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ আদেশ দেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ