২৭ ফেব্রুয়ারী থেকে বগুড়ায় ৩ দিন ব্যাপী জেলা ইজতিমা

ষ্টাফ রিপোর্টারঃ আগামী ২৭/২৮/২৯ ফেব্রুয়ারি বগুড়া ঝোপগাড়ী মারকাজ মসজিদে হতেযাচ্ছে নিজামুদ্দিন মার্কাজের অনুসারীদের ৪র্থ বগুড়া জেলা ইজতিমা। ইজতিমায় অংশগ্রহনের জন্য বিভিন্ন জায়গাথেকে মুসল্লিরাও আসতে শুরু করেছে। ধর্মপ্রাণ মুসল্লিরা মাওলানাদের বয়ান শুনতে ও ইবাদত করতে এখানে জড়ো হচ্ছেন। ঢাকার কাকরাইল মারকাজ মসজিদ থেকেও একটি জামাত এসেছে। এটা জেলা ইজতিমা হলেও আশেপাশের অনেক জেলা থেকেও মুসল্লিরা এসে এখানে অংশগ্রহন করেন। ছামিয়ানা টাঙ্গিয়ে প্রস্তুত করা হয়েছে ইজতিমা মাঠ। এক পাশদিয়ে রাখা হয়েছে অজু করার জায়গা। আয়োজকরা বলছেন তিন দিনব্যাপী ইজতেমায় এবারের জেলা ইজতিমাতেও লক্ষাধীক মুসল্লি অংশগ্রহন করবেন। বয়ান প্রচারের জন্য মাঠে লাগানো থাকছে ১৩০ টি মাইক।
ইজতিমা মাঠে শাহ আলম জানান, সকল প্রস্তুতি শেষের পথে। বগুড়া জেলার সকল উপজেলা থেকেই এখানে মুসল্লি আসবেন। ইতিমধ্যেই অনেকেই এসেছেন। আশারাখা যাচ্ছে বুধ বারের মধ্যেই সবাই চলে আসবেন। এরপর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হবে ইজতিমার আনুষ্ঠানিকতা। পূর্বের ন্যায় এবছরেও ২৭/২৮/২৯ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী তাবলীগ জামাত বাংলাদেশের আয়োজনে ঝোপগাড়ী মারকাজ মসজিদে নিজামুদ্দিন মার্কাজের অনুসারীদের ৪র্থ বগুড়া জেলা ইজতিমায় কয়েক লাখ মানুষ অংশগ্রহন করবেন বলেই আমরা আশা করছি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ