টেনিসকে বিদায় বলে দিলেন শারাপোভা

বগুড়া নিউজ ২৪ঃ টেনিস কোর্টকে বিদায় বলে দিলেন রাশিয়ান মারিয়া শারাপোভা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ইনজুরির কারণে এ ঘোষণা দেন রাশিয়ান গ্লামার। পাঁচবারের গ্র্যান্ডস্লাম বিজয়ী মারিয়া গত দেড় দশকে মহিলা টেনিসের গ্ল্যামার কুইন ছিলেন।

নিজের খেলোয়াড়ি জীবন নিয়ে ভোগ অ্যান্ড ভ্যানিটি ফেয়ার একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। সেখানে মারিয়া লিখেছেন, টেনিস… তোমায় গুডবাই জানাচ্ছি। ২৮ বছর ও পাঁচটা গ্র্যান্ডস্লাম পদকের পরে আমি অন্য এক শৃঙ্গ জয়ের জন্য তৈরি। ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জয় লাভ করেন শারাপোভা। তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে এই রেকর্ড গড়েন তিনি। ২০০৫ সালে তিনি মহিলাদের টেনিসে শীর্ষ স্থানে উঠে আসে। সেই পরের বছরই ইউএস ওপেন জেতেন।

২০০৭ সালে কাঁধের চোটের জন্য অনিয়মিত হয়ে পড়েন শারাপোভা। ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর ফের চোট পড়েন তিনি। ২০১২ সালে ফরাসি ওপেন জিতে কেরিয়ার গ্র্যান্ডস্লাম বৃত্ত পূর্ণ করেন শারাপোভা। ২০১৪ সালে শেষবার ফরাসি ওপেন জেতেন তিনি। টেনিসে রাশিয়ার প্রতিনিধিত্ব করলেও ১৯৯৪ সাল থেকে মারিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ