ধর্মীয় অনুভূতিতে ‘আঘাতের’ অভিযোগে নিষিদ্ধ দুই বই

বগুড়া নিউজ ২৪ঃ ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতায় ‘আঘাতের’ অভিযোগে দুটি বইয়ের প্রকাশ, বিক্রি, বিতরণ ও বিপণন নিষিদ্ধ ঘোষণা করেছেন হাই কোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া একুশে বইমেলা থেকে বই দুটি সরিয়ে নিতে বাংলা একাডেমির মহাপরিচালককে বলা হয়েছে। বই দুটির নাম ‘দিয়া আরেফিন’ এবং ‘দিয়া আরেফিন’র নানীর বাণী’, লেখক দিয়ার্ষি আরাগ নামের এক ব্যক্তি যিনি মূলত ব্লগ ও ফেইসবুকে লেখালেখি করেন। বই দুটি প্রকাশ করা হয়েছে সৃষ্টিঘর প্রকাশনা থেকে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেয়। এর আগে, সুপ্রিম কোর্টের আইনজীবী আজহারুল্লাহ ভূঁইয়া ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতা আঘাতের অভিযোগ এনে বই দুটি আদালতের নজরে আনেন। এ বিষয়ে আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, বই দুটি নিয়ে আইনজীবীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি আমাকে অবগত করায় হাইকোর্টের নজরে নেওয়া হয়। তার মতে, বই দুটিতে ব্যক্তির ধর্ম বিশ্বাস, ব্যক্তির চিন্তা এবং ব্যক্তির পোশাক পরিধানের স্বাধীনতার ওপর ‘আঘাত করা হয়েছে’। কারণ দুটি বইয়ে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত, ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী ও বিদ্বেষমূলক’ লেখা রয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ