প্লেস্টোরের বিকল্প ‘অ্যাপ গ্যালারি’ আনছে হুয়াওয়ে

বগুড়া নিউজ ২৪ঃ মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখাতে গুগলের প্লেস্টোরের আদলে নিজস্ব অনলাইন অ্যাপস্টোর তৈরি করছে হুয়াওয়ে। ‘অ্যাপ গ্যালারি’ নামের প্লাটফর্মটিতে এরই মধ্যে প্রায় ৫৫ হাজারেরও বেশি অ্যাপ যুক্ত করা হয়েছে।

প্লেস্টোরের মতোই ডাউনলোড করা যাবে অ্যাপগুলো। পাশাপাশি বিভিন্ন অ্যাপ নির্মাতারাও নিজেদের তৈরি অ্যাপ প্লাটফর্মটিতে বিক্রি করতে পারবে। প্রায় ১৩ লাখ ডেভেলপার ও তিন হাজার প্রকৌশলীর সম্মিলিত চেষ্টায় প্লাটফর্মটি তৈরি করছে হুয়াওয়ে। ‘হুয়াওয়ে ডেভেলপার ডে অনলাইন সামিট’ অনুষ্ঠানে এসব তথ্য জানান হুয়াওয়ে কনজ্যুমার বিজনেসের গ্লোবাল পার্টনারশিপ ও ইকো-ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট ওয়াং ইয়ানমিন।

সূত্র : ইন্টারনেট

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ