সরকারি কাজে বাধা দেওয়ায় ১ ব্যক্তির জেল

বগুড়া নিউজ ২৪ঃ বুধবার বগুড়ার কাহালুর জামগ্রাম ইউনিয়নেরে শান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গার উপর অবৈধ ৪টি দোকানঘর ভেঙ্গে দিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। এ সময় সরকারি কাজে বাধা প্রদান করায় ভ্রাম্যমাণ আদালত মোকছেদ আলী (৬৫)কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। মোকছেদ আলী উপজেলা শান্তা গ্রামের মৃতঃ ছলিম উদ্দিনের পুত্র। জানা যায়, শান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গার উপর অবৈধ শান্তা গ্রামের মোকছেদ আলী, ইউসুফ আলী, আফসার আলী ও রাঙ্গা দোকানঘর নির্মাণ করেছিলেন। অবৈধ দোকানঘর উচ্ছেদের সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি শিক্ষা অফিসার এস এম শামীম ইকবাল, কাহালু থানার এস আই গাওছুল আজম ইবনে এফতিখায়ের ইসলাম সহ থানার পুলিশ সদস্যবৃন্দ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ