বগুড়ায় এ পর্যন্ত ২২৮ জন হোম কোয়ারেন্টাইনে

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় গত ২৪ ঘন্টায় হোম হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ১২৫ জনকে। গতকাল এ সংখ্যা ছিল ১০৩ জন। সব মিলিয়ে কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তির সংখ্যা ২২৮ জনে।
বগুড়া জেলা সিভিল সার্জনের সংশ্লিষ্ট পরিসংখ্যান বিভাগ সুত্রে জানা যায়, এর মধ্যে দুপচাঁচিয়ায় ৫৮, শিবগঞ্জে ৩৩, ধুনটে ৭, বগুড়া সদরে ৬, নন্দীগ্রামে ৫ জন। উল্লেখ্য এরা সবাই বিদেশ হতে সম্প্রতি দেশে ফিরেছেন। এদিকে বগুড়ার ধুনটে বিপ্লব (৩৪) নামের এক বিদেশ ফেরত যুবক কোয়ারেন্টাইনে না থাকার অপরাধে ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া করোনার প্রকোপ ঠেকাতে বিভিন্ন সরকারী এবং সামাজিক সংগঠন জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। আতংকিত না হয়ে সচেতনতার মাধ্যমে এই প্রকোপ হতে নিজেকে এবং সমাজকে সুরক্ষিত করতে আরো সচেতন ও পরিচ্ছন্নতার দিকে নজর দেয়ার প্রচরনা চালানো হচ্ছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ