নৌকা উন্নয়ন ও উৎপাদনের প্রতীক -রাগেবুল আহসান রিপু

বগুড়া নিউজ ২৪ঃ বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেছেন, উন্নয়ন মানেই নৌকা মার্কা। মানুষ নৌকার মাধ্যমেই স্বাধীনতা পেয়েছে, ভাষা পেয়েছে এবং সার্বভৌমত্ব ফিরে পেয়েছে। এমনকি ১২ বছর পূর্বে সোনাতলা-সারিয়াকান্দির মানুষ নৌকায় ভোট দিয়ে জীবন যাত্রার মান বৃদ্ধি করেছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে ২৯ মার্চ উপ-নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিন।
তিনি শুক্রবার বগুড়া-১ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠকে উপরোক্ত কথা বলেন।

তিনি তার বক্তব্যে আরও বলেন, নৌকা উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক। আব্দুল মান্নানের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ২৯ মার্চের নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মিনহাদুজ্জামান লীটন, সোনাতলা উপজেলা অওয়ামীলীগের সাবেক সভাপতি আছালত জামান সরকার, আওয়ামীলীগ নেতা আতাউর রহমান গেদা, বীর মুক্তিযোদ্ধ আকতার হোসেন বুলু, পাকুল্লা ইউপি চেয়ারম্যন জুলফিকার রহমান শান্ত, জেলা আওয়ামীলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন চন্দ্র ঘোষ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধীদের জায়গা এই অঞ্চলে নেই।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ