সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযান অমান্য করায় ৫হাজার টাকা জরিমানা

বগুড়া নিউজ ২৪ঃ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নাটোরের সিংড়ায় বিদেশ ফেরত হোম কোয়ারেন্টিন নির্দেশনা অমান্যকারী ব্যক্তিদের বাড়ি বাড়ি ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার দিনব্যাপি কলম ইউনিয়নের কলম সূর্যপুর, চানপুর, পারসাঐলসহ বিভিন্ন গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরিন বানু। এসময় হোম কোয়ারেন্টিন নির্দেশনা অমান্য করায় কলম সূর্যপুর গ্রামের বিদেশ ফেরত এনামুল হক এর মোছাঃ নাছিমা খাতুনকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। প্রায় কুড়িজন বিদেশ ফেরত ব্যক্তি সতর্ক করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরিন বানু জানান, এপর্যন্ত সিংড়া উপজেলায় প্রায় ২’শজন ব্যক্তি চীন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে ফিরেছেন। তাদেরকে সচেতন করতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে অবস্থানের জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু অনেকেই এই নির্দেশনা অমান্য করছেন। তাই বাধ্য হয়েই অভিযান করতে হচ্ছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ