বগুড়ায় হোম কোয়ারেন্টাইনে ৪৭৮ জন: সুস্থ্যতা সনদ পেল ৩৬ জন

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় বিদেশ ফেরত প্রবাসিদের হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা বাড়ছেই। রোববার জেলায় ৪৭৮ জন রয়েছে হোম কোয়ারেন্টিইনে। শনিবার বগুড়া জেলায় বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ছিল ৪৪০ জন। ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর রোববার পর্যন্ত ৩৬ জনের কোন লক্ষন না পাওয়ায় তাদের সুস্থ্যতার সনদ দেয়া হয়েছে। এরমধ্যে রোববার দেয়া হয়েছে ১ জনকে।
সেইসাথে স্বাস্থ্য বিভাগ ছাড়পত্র দেয়া প্রবাসিদের সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দেয়া হচ্ছে। বগুড়ায় হোম কোয়ারেন্টইনে ১৪ দিন থাকার পর সুস্থ্য থাকায় তাদের সুস্থ্যতার ছাড়পত্র দিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বগুড়া জেলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা পরিসংখ্যান কর্মকর্তা সাহারুল ইসলাম জানান, রোববার হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা ৪৭৮ জন। যারা ১৪ দিন পার করেছেন তাদের সুস্থ্যতার জন্য ছাড়পত্র দেয়া হয়েছে। তাদের সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। রোববার এমন একজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। সব মিলিয়ে জেলায় রোববার পর্যন্ত মোট ৩৬ জনকে স্বাস্থ্য ছাড়পত্র দেয়া হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ