লকডাউনের পরামর্শ দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা: তথ্যমন্ত্রী

বগুড়া নিউজ ২৪ঃ বিশ্বব্যাপী করোনাভাইরাসে ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ায় এর সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে আংশিক কিংবা পুরোটা লকডাউনের কোনো পরামর্শ বিশ্ব স্বাস্থ সংস্থা দেয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এর আগে শনিবার এমন একটি নিউজ প্রায় সকল গণমাধ্যমে প্রকাশ হয়।রবিবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। করোনা পরিস্থিতি নিয়ে জানাতে এই সংবাদ সম্মেলন ডাকেন মন্ত্রী। এ বিষয়ে হাসান মাহমুদ বলেন, সরকার পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। এখনই পুরো বাংলাদেশ লকডাউনের কথা বলেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

শনিবার বনানীতে নিজ বাসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রের কমিউনিকেবল ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রটেকশন (এসডিসিপি) এর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে আংশিক বা পুরোপুরি লকডাউন এবং জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে। সেই খবর বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়।এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উদ্ধৃত করে এ ধরনের যে নিউজ প্রকাশ হয়েছে এটা ঠিক নয়। এ ধরনের পরামর্শ তারা দেয়নি।’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ