করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে বগুড়াসদর থানা পুলিশের টহল

ষ্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাস প্রতিরোধে বগুড়া সদর থানার সকল স্থানে সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ শুরু করেছে সদর থানা পুলিশের সদস্যরা। শুক্রবার বিকেলে বগুড়া সদর থানা থেকে নিজ নিজ এলাকায় পুলিশ সদস্যরা টহল দেয়া শুরু করেছে।
জানা যায়, বগুড়া সদর থানা পুলিশের সদস্যরা নিজ নিজ কর্ম এলাকায় করোনা প্রতিরোধে মানুষের জনসেচতনতা বৃদ্ধির লক্ষে কাজ করবে। পুলিশ সদস্যরা নিয়মিত করোনা প্রতিরোধে মানুষের সচেতনতা বৃদ্ধি ও যে কোন ধরণের গণজমায়েত বন্ধ করে দিবেন। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তি জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে ও মানুষের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান জানান, করোনা ভাইরাস একটি মরণঘাতি ভাইরাস। এই করোনা ভাইরাস প্রতিরোধের একমাত্র উপায় সচেতনতা বৃদ্ধি করা। বগুড়া সদর থানার পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। করোনা ভাইরাস রোধে যে কোন ধরণের সহায়তা প্রদান করতে বগুড়া সদর থানা পুলিশের সদস্যরা সর্বদা প্রস্তুত থাকবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ