বগুড়ায় রাস্তায় জীবানুনাশক ছিটিয়েছে সেনাবাহিনী

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় করোনা পরিস্থিতি মোকাবেলায় আজ শুক্রবার সকালে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পৌরসভা রাস্তায় জীবানুনাশক ঔষধ ছিটিয়েছে। সকাল থেকেই সেনা সদস্যরা, র‌্যাব, পুলিশ শহরের বিভিন্নস্থানে জনসমাবেশ ঠেকাতে অবস্থানসহ টহল দিয়েছে।
এরআগে পুলিশ প্রশাসন, ফায়ারসার্ভিসও রাস্তায় জীবানুনাশক ঔষধ ছিঁটিয়েছে।

দেখাগেছে, বগুড়া শহরের রাস্তাঘাট ও ব্যস্ততম এলাকা এখন জনশুন্য। কোথাও একসাথে তিন জনকে দেখলেই আইনশ্রিঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দিচ্ছে।

আজ শুক্রবার জেলায় ৭৪৮ জন রয়েছে হোম কোয়ারেন্টিইনে। আজকেই হোম কোয়ারিন্টনে রাখা হয়েছে বগুড়া শেরপুরের ১ জনকে। সব মিলে হোম কোয়ারেন্টাইনে ছিল ৮৫৭ জন। ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর এপর্যন্ত ১০৯ জনকে সুস্থ্যতার সনদ দেয়া হয়েছে। বগুড়া জেলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুমের জাহাঙ্গীর আলম এতথ্য জানাগেছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ