শিবগঞ্জে কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফিরতদের বাসায় পুলিশের খাবার বিতরণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে কোয়ারেন্টাইনে থাকা বিদেশ ফিরতদের বাসায় খাবার বিতরন করা হয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশে শিবগঞ্জ থানা পুলিশ গতকাল শুক্রবার এ খাবার বিতরন করেন। এসব খাবারের মধ্যে রয়েছে চ্উাল ,ডাইল,তেল, মাছ মাংশ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যদি। বিতরনের সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) কুদরত-ই-খুদা শুভ, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অপরদিকে বিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম গতকাল বিহার ইউনিয়নের বিভিন্ন বন্দরে করোনা ভাইরাস সংক্রান্ত জনসচেতনতার লক্ষ্যে লিপলেট ও ৫সহ¯্রাধিক মাস্ক বিতরণ করেছেন। তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে এ সব মাস্ক ও লিপলেট বিতরণ করেন। অপরদিকে শিবগঞ্জ ইউনিয়নের গুজিয়া বন্দরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লিপলেট বিতরণ করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল ও স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু এ লিপলেট বিতরণ করেন। অপরদিকে থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন বন্দরে জীবাণু নাশক পানি স্প্রে করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল কুতরত-ই-খুদা শুভ, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ওসি তদন্ত সানোয়ার হোসেন প্রমুখ

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ