যথেষ্ট খাদ্য মজুদ আছে, উদ্বেগের কিছু নেই: প্রধানমন্ত্রী

বগুড়া নিউজ ২৪ঃ করোনা পরিস্থিতিতে সবকিছু নিয়ে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৯শে মার্চ) বিকেলে গণভবনে এক অনির্ধারিত অনুষ্ঠানে করোনর সঙ্কট মোকাবিলায় সরকারকে সহায়তা করতে সশস্ত্র বাহিনীসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একদিনের সমপরিমাণ বেতনের অর্থ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার অঙ্গীকার করে প্রধানমন্ত্রী বলেন, ‘যথেষ্ট খাদ্য মজুদ আছে, উদ্বেগের কিছু নেই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের খাদ্যে কোনো সমস্যা হবে না। আমরা আমাদের চালাতে পারব, পাশাপাশি আমরা অনেককে সহযোগিতা করতে পারব।’

করোনার সঙ্গে লড়াই করার সক্ষমতা আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংক্রমণ রোধে প্রয়োজনে অন্য দেশকেও সহযোগিতা করতেও প্রস্তুত। তিনি বলেন, আমাদের কাছে অনেক বন্ধু দেশ সযোগিতা চেয়েছেন, যারা সহযোগিতা চেয়েছেন তাদের সহযোগিতা করতে পারব। সে সক্ষমতা আমাদের আছে। মানবিক কারণেই আমরা তা করব।’

প্রধানমন্ত্রী আরও বলেন, বাঙালি কখনও হারেনি, আমরা কখনও হারবো না, এ আত্মবিশ্বাস সবাইকে রাখতে হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ