বগুড়ায় সেনা বাহিনীর সতর্কতামূলক মাইকিং

ষ্টাফ রিপোর্টারঃ করোনা প্রতিরোধে প্রশাসনের পক্ষথেকে ঘরে থাকার নির্দেশ দেয়া হলেও অনেকেই বিনা কারনে অজুহাত দেখিয়ে শহরে ঘোরাফেরা শুরুকরে। ঘোষনারা পর কয়েকদিন শহর অনেকটা জনশুন্য হয়ে পড়লেও দুদিন হল হঠাৎ করেই লোকজন বাহিরে বের হতে থাকে। আজ বুধবার বগুড়ায় পুলিশ র‌্যাবের পাশাপাশি সেনা বাহিনীর সদস্যরাও তাদের অবস্থানটা জোরদার করে। রাস্তায় কাউকে পেলেই বাহিরে আসার উপযুক্ত কারন ব্যাখ্যা চায়। বগুড়া শহরের কেন্দ্রস্থল সাতমাথার সাত প্রান্তে আর্মি, র‌্যাব, পুলিশ অবস্থান নেয়। মুহর্তেই শহরের দৃশ্যপট পাল্টে যায়। জনশুন্য হয়েপড়ে বগুড়ার সাতমাথা। এসময় সেনা বাহিনীর পক্ষথেকে হ্যান্ড মাইকে বার বার প্রচার করা হয়।

“আসসালামুআলাইকুম
বিনিত ভাবে অনুরোধ করছি যে, যাদের কোন কাজ নেই অযথা ঘোরাফেরা করছেন। তারা দ্রুত বাড়ি চলেযান। অন্যথায় আমরা কঠোর হতে বাধ্য হব।”

এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচলকরা মানুষদের কোথায় যাচ্ছে, কোন প্রয়োজনে বাড়ীথেকে বের হয়েছে এমন অনেক প্রশ্ন করে পুলিশ। যেকারনে ওই সকল এলাকায় লোক চলাচল কমে যায়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ