বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে ২ জন আইসোলেশনে

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার উপসর্গ থাকা দুইজনকে আইসোলেশনে নেওয়া হয়েছে।রোববার আইসোলেশনে নেওয়া এই দুই ব্যক্তির মধ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার ৪৫ বছরের এক নারী ও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ৩০ বছরের এক যুবক রয়েছেন।

বগুড়ায় আইসোলেশন ইউনিট হিসেবে গড়ে তোলা মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজল জানিয়েছেন, রংপুরের পীরগঞ্জের ওই নারী হটলাইনে ফোন দিয়ে সকাল সোয়া ১০টার দিকে আইসোলেশন সেন্টারে আসেন। আর দুপচাঁচিয়ার যুবক ভর্তি হন দুপুর সাড়ে ১২টার দিকে।

তিনি জানান,রোববার সকালে ভর্তি হওয়া ওই নারীসহ আগে আইসোলেশনে থাকা তিনজন এবং করোনা রোগীর সংস্পর্শে আসার কারণে কোয়ারেন্টাইনে থাকা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকসহ মোট পাঁচজনের নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ