গোপালগঞ্জে করোনা সন্দেহে এক নারী হাসপাতালে ভর্তি, ৫০টি বাড়ী লকডাউন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে করোনা সন্দেহে এক নারীকে (২৮) ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়। ওই নারীর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে।

এ ঘটনায় সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে ওই নারীর বাড়িসহ আশ-পাশের অন্তত ৫০টি বাড়ি লক ডাউন করা হয়েছে।

সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, মঙ্গলবার (৭ এপ্রিল) ওই নারী শরীরে করোনার নানা উপসর্গ নিয়ে গোপালগঞ্জ-২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আসেন ও আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন।

এ সময় তার শ্বাস কষ্ট বেড়ে যাওয়াসহ অন্যন্য উপসর্গ চিকিৎসকদের কাছে সন্দেহজনক হলে সেখানে তার নমূনা সংগ্রহ করে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয় ও সেখানে ভর্তি করা হয়। ওই নারী করোনার উপসর্গসহ ফুসফুসে পানি জমেছে বলে চিকিৎসকরা ধারণা করছে।

গত কয়েক দিনে চিকিৎসকসহ যারা ওই নারীর সংস্পর্শে এসেছে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান খান, করোনা ভাইরাস যাতে ছড়িয়ে না পরে সেজন্য ওই নারীর বাড়ীসহ আশপাশের অন্তত ৫০ বাড়ি লকডাউন করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ