তাড়াশে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রি শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা ও দরিদ্র মানুষদের মাঝে ১০ টাকা কেজি দরে বিশেষ ও এমএস কর্মসূচীর চাল বিক্রি শুরু করেছে খাদ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯এপ্রিল) উপজেলা পরিষদের সামনে বাসষ্ট্যান্ড এলাকায় এ চাউল বিক্রির উদ্বোধন করেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যপক মনিরুজ্জামান মনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) ওবায়দুল্লাহ, যমুনা ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আনিছ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল লতিফ, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা (ওসি এল এজডি) ফরিদুল ইসলাম।

কর্মসূচীর অধীন সপ্তাহে ৩ দিন অর্থাৎ রবি,মঙ্গল ও বৃহস্পতিবার পরিবার প্রতি সর্বোচ্চ ৫ কেজি করে চাল জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে কেনা যাবে। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করে চাল বিক্রি করা হচ্ছে। প্রথম দিনেই চাল ক্রয়ের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো মানুষের ভীড় লক্ষ্য করা গেছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ