সিরাজগঞ্জের ৪ ইউনিয়ন লক-ডাউন

বগুড়া নিউজ ২৪ঃ ঢাকা, নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক গার্মেন্টস শ্রমিক আসায় করোনা আতঙ্কে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৪টি ইউনিয়ন লক-ডাউন করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শাহজাদপুর উপজেলার কৈজুরী, গালা, পোরজনা ও হাবিবুল্লাহনগর ইউনিয়নকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভাপতি শাহ মোঃ শামসুজ্জোহা এসব তথ্য নিশ্চিত করে বলেন,সম্প্রতি ঢাকা, নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষেরা সড়কপথ ও নৌপথে শাহজাদপুর এসেছেন। নৌপথের সঙ্গে কয়েকটি ইউনিয়নের যাতায়াতের ব্যবস্থা রয়েছে। ফলে কয়েকটি ইউনিয়ন করোনা ভাইরাসে ঝুকিপর্ণ হয়ে পড়ায় লক-ডাউন করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই চারটি ইউনিয়নের মানুষ শুধু অফিসিয়াল কাজ থাকলে উপজেলায় আসে। এছাড়া সকলেই হাট বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কিছুই উপজেলা থেকে কেনাকাটা করে বলেও তিনি জানান।

এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজীপুর উপজেলার চরগিরিস, মনসুর নগর, তেকানী, নাটুয়াপাড়া, নিশ্চিন্তপুর ও সোনামুখী ইউনিয়নকে লক-ডাউনের ঘোষণা করা হয়।

কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, সম্প্রতি জামালপুর জেলায় করোনা রোগী সনাক্ত হয়েছে। কাজীপুরের কয়েকটি ইউনিয়নের সাথে জামালপুরে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। ওই ইউনিয়নের সাধারণ জনগণ দৈনিক জামালপুর যাওয়া আসা করে। ফলে কয়েকটি ইউনিয়ন ঝুকিপর্ণ হয়ে পড়ায় লক-ডাউন করা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ