সিরিয়ায় নতুন সেনাবহর পাঠিয়েছে তুরস্ক

বগুড়া নিউজ ২৪ঃ সিরিয়ার ইদলিব প্রদেশে যুদ্ধবিরতির ব্যাপারে রাশিয়ার সঙ্গে চুক্তি করা সত্ত্বেও তুরস্ক এই ব্যবস্থা নিল। এর আগেও কয়েক দফায় ইদলিবে সেনাবহর পাঠিয়েছে তুরস্ক।

তুরস্কের এই সামরিক বহরে অন্তত ২৫টি গাড়ি ছিল। বহরটি বৃহস্পতিবার বিকেলে তুরস্কের কার্ফ লুজিন সীমান্ত ক্রসিং দিয়ে সিরিয়ার ভূ-খণ্ডে প্রবেশ করে বলে জানিয়েছে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা এবং যুদ্ধ পর্যবেক্ষণকারী গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

সিরিয়ার ইদলিবে এর আগে যেসব সেনা মোতায়েন করা হয়েছে নতুন এ বহর তাদের সঙ্গে যুক্ত হয়েছে বলে জানা গেছে।তবে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, তুরস্কের পাঠানো সর্বশেষ সেনাবহরে ২০টি গাড়ি রয়েছে। এতে ভারি মেশিনগান বসানো আছে এবং বহরটি আল-সুকারিয়া গ্রামের ভেতর দিয়ে আল-দাউদিয়া ও আনিক গ্রামের দিকে গেছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ