অবশেষে ব্রাহ্মণবাড়িয়াকে লকডাউন ঘোষণা করা হলো

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  করোনাভাইরাস সংক্রমণ রোধে অবশেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে৷

শনিবার দুপুরে দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান এই তথ্য নিশ্চিত করেছে। এই লকডাউন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পযন্ত কার্যকর থাকবে।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জেলাকে লকডাইনের ঘোষণা করা হবে।

সভায় জেলা প্রশাসক ছাড়াও অংশগ্রহণ করেন পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামসুজ্জামান, সিভিল সার্জন একরাম উল্লাহ, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক শওকত হোসেনপ্রমূখ

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ