১১ জন করোনা রোগী শনাক্ত: গাজীপুর ‘লকডাউন’

বগুড়া নিউজ ২৪ঃ ১১ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর রাজধানী লাগোয়া গাজীপুরকে লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় গণ-বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্শ্ববর্তী জেলায় গমনের উদ্দেশ্যে ট্রানজিট হিসেবে মহাসড়ক ব্যবহার ব্যতীত জেলা, উপজেলার যে কোনো সীমানা দিয়ে প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এ সময় সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহণ এবং দিনরাতে জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি সেবা চিকিৎসা, কৃষিপণ্য ও খাদ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি আওতাবহির্ভূত থাকবে।

শনিবার (১১ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন(অবরুদ্ধ) বলবত থাকবে বলেও গণ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়। জনস্বার্থে জারিকৃত আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ