বগুড়ায় সমবায় অফিস ও সমবায়ীদের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলা সমবায় অফিস ও সমবায়ীদের উদ্যোগে ২৫০ জন অসহায় মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। মঙ্গলবার বগুড়া শহরের কলোনী, বাংলাদেশ ব্যাংক এলাকা, পিটিআই মোড়, খান্দার মোড়, বিসিক শিল্পনগরী এলাকা, কালিতলা, গোকুল মন্ডলপাড়া ও উত্তরপাড়া এবং কালিবালা গ্রামে সহায়তা প্রদান করা হয়। ৫ কেজি চাল, তেল, আটা, ডাল রয়েছে খাদ্য সহায়তা হিসেবে। বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সমবায় ব্যাংক লি: বগুড়ার চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু। এসময় জেলা সমবায় কর্মকর্তা মাসুদ পারভেজ, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমান মুন, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম মামুন, শাখারিয়া ইউপি চেয়ারম্যান কামরুল হুদা উজ্জল, মুক্তিযোদ্ধা ইছা বাদশাহ, যুবনেতা সাব্বির আহম্মেদ স্মরন, লিটন রহমান, ছাত্রলীগনেতা সাজ্জাদ আলম পারভেজ, কাওছার আহম্মেদ জয় প্রমুখ।
আমিনুল ইসলাম ডাবলু বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে একসাথে কাজ করতে হবে। সকলকে সতর্ক ও সচেতন থাকতে হবে। দু:সময়ে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সরকারী সহযোগিতার পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি সবাইকে ঘরে থাকার আহবান জানান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ