কলারোয়ায় সাংবাদিককে পিটিয়েছে সন্ত্রাসীরা

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় দৈনিক অর্নিবাণ পত্রিকার সাংবাদিক আজগর আলী(৪৫)কে সন্ত্রাসীরা পিটিয়ে মাজার মেরুদন্ডের হাড় ভেঙ্গে দিয়েছে। বর্তমানে ওই সংবাদিক কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি রয়েছে। সে উপজেলা লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের এলাইবক্স এর ছেলে। জখম প্রাপ্ত সাংবাদিক আজগর আলীর পরিবারবর্গ জানান-গত ১৩ এপ্রিল রাত ১২টার দিকে সন্ত্রাসীরা তাদের বাড়ীতে গিয়ে মালয়েশিয়ায় ফেরত মফিজুল ইসলামকে ডাকা ডাকি করে। এসময় আজগর আলী বাইরে এসে বলে এতো রাতে আপনাদের কি। সকালে আসেন। সন্ত্রাসীরা বলে আপনার ভাই মালয়েশিয়া থেকে আসছে আমাদের ৪০ হাজার টাকা দিতে হবে। এ কথায় সাংবাদিক আজগর আলী প্রতিবাদ করাতে তারা ক্ষিপ্ত হয়ে চলে যায়। পর দিন বেলা ৪টার দিকে সাংবাদিক আজগর আলী সংবাদ সংগ্রহের জন্য বাড়ী থেকে কলারোয়া বাজারে আসার পথিমোধ্য হাড়িভাঙ্গা কালভার্ট এলাকায় পৌছালে ওই স্থানে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে গতিরোধ করে লোহার রড দিয়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে সারা শরির জখম করে। এসময় সন্ত্রাসীদের আঘাতে সাংবাদিক আজগর আলীর মাজার মেরুদন্ডের হাড় ভেঙ্গে যায়। রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকা সাংবাদিক আজগর আলীকে পথচারীরা উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে। তারা আরো জানান-সাংবাদিক আজগর আলীর ভাই মফিজুল ইসলাম এক বছর আগে মালয়েশিয়া থেকে বাড়ীতে আসছে। এলাকার ওই ৬/৭ জন যুবক তাদের বাড়ীতে গিয়ে বিভিন্ন ভয়ভিতি দেখিয়ে টাকা দাবী করে। প্রতিবাদ করাতে তারা এ ঘটনা ঘটিয়েছে। এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান-এঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেন নি। অভিযোগ পেয়ে আইনগত ব্যবস্থা নিয়া হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ