দাকোপে কর্মহীন বনজীবিদের মাঝে প্রধান মন্ত্রীর খাদ্য বিতরন

দাকোপ (খুলনা) প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সুন্দরবনের উপর নির্ভরশীল খুলনার দাকোপের লাউডোব ও কৈলাশগঞ্জ ইউনিয়নের ১০০ জন কর্মহীন অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধান মন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাউল, ১ কেজি ডাউল, ২ কেজি আলু, ১টি সাবান বিতরন করা হয়েছে।
বুধবার বেলা ১২টায় বুড়িরডাবর মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডঃ গ্লোরিয়া ঝর্না সরকার, খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হেসেন, জেলা পুলিশ সুপার এস এম, শফিউল্লাহ পিপিএম, উজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ, সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারিফ-উল-হাসান, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম চৌধরী, ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের, ট্যাগ অফিসার শেখ মাহাবুব রহমান, লাউডোব ইউপি চেয়ারম্যান সরোজিত কুমার রায়, কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, দাকোপ প্রেস ক্লাবের সভাপতি শচীন্দ্র নাথ মন্ডলসহ অনেকে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ