পঞ্চগড়ে জীবাণুনাশক স্প্রে ও খাদ্য বিতরণ

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে করোনা ভাইরাসের পাদুভাব প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে মানবিক বাংলাদেশ সোসাইটি নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। এরি ধারাবাহিকতায় মানবিক বাংলাদেশের প্রত্যায় করোনা ভাইরাসের হাত থেকে পঞ্চগড় জেলাবাসীকে রোক্ষায় দিনভর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়ে তা পালন করছে তারা। আজ বুধবার সকালে পঞ্চগড় শহরের প্রবেশদ্বার করতোয়া সেতু সংলঘ্ন মহাসড়কে তারা প্রতিটি যানবাহনে জীবাণুনাশক স্প্রে করে। মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জনাব আদম তমিজী হকের নির্দেশ্যে মানবিক বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আশিকুজ্জামান সৌরভ এ কার্যক্রম পরিচালনা করছেন। এর আগে মঙ্গলবার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স চালকদের হাতে বিস্কুট খাদ্য সহায়তা প্রদান করেন পঞ্চগড় জেলা শাখার সদস্যরা।

আশিকুজ্জামান সৌরভ জানান, টানা ২১দিন ধরে আমরা সেচ্ছাসেবী সংগঠন মানবিক বাংলাদেশ সোসাইটি মানব সেবায় কাজ করে যাচ্ছি। করোনা মোকাবেলায় এখন পর্যন্ত আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আশাকরি আমরা আমাদের এই সেবা সবার কাছে পৌছে দিতে পারবো।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ