গাবতলীতে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

মুহাম্মাদ আবু মুসাঃ করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় গতকাল বৃহস্পতিবার সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়ার গাবতলী উপজেলা কমিটির উদ্যোগে জেলা কমিটির পরামর্শে গাবতলী উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মাদ আবু মুসাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক গাবতলী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা ছাড়াও যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, কোষাধ্যক্ষ ফজলুল হক বাবলু, নির্বাহী সদস্য প্রভাষক আবু নছর মোহাম্মদ আলম, ডাঃ শাহাদত হোসেন, আব্দুস সালাম, আতাউর রহমান, মুক্তিযোদ্ধা ও প্রবীন শিক্ষক আব্দুস সামাদ, সমাজসেবক সোহাগ সরকার, মুন্জুরুল ইসলাম তারা, ফজলুল হক রাঙ্গা, দিলরুবা ইয়াছমিন, সোনারায় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু হায়াত সুইট সুজন-সুশাসনের জন্য নাগরিক কাগইল ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, দপ্তর সম্পাদক রাসেল আহম্মেদ প্রমূখ। খাদ্য সামগ্রী (ত্রাণ প্যাকেট) ছিল চাল, ডাল, আলু, পেয়াঁজ, মরিচ ও সাবান। খাদ্য সামগ্রী (ত্রাণ প্যাকেট) বিতরণকালে সুজন এর নেতৃবৃন্দ বলেন, এই ক্লান্তিলগ্নে সুজন মানবতা সেবায় এগিয়ে আসার চেষ্টা করছে মাত্র। তাঁরা আরো বলেন, সকল ভাল কাজের সাথে রয়েছে সুজন-সুশাসনের জন্য নাগরিক। এমনিভাবে কর্মহীন মানুষের পাশে দাড়াতে সমাজের বিত্তবানদেরও আরো এগিয়ে আসার আহবান জানান নেতৃবৃন্দ। পরিশেষে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মহান আল্লাহ তায়ালার নিকট ক্ষমা ও প্রার্থনা করা এবং সকলকে সচেতন থাকার আহবান জানান সুজন এর নেতৃবৃন্দ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ