কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত

বগুড়া নিউজ ২৪ঃ দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩০৬ জন। মারা গেছে ৯ জন। এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৮৪ জন।

শনিবার দুপুরে করোনাভাইরাস নিয়ে আইইডিসিআর এর নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, এমআইএস পরিচালক ডা. হাবিবুর রহমান খান।

আইইডিসিআর এর তথ্য মতে, জেলাওয়ারি আক্রান্তের সংখ্যা- ঢাকা ৭৬৮, নারায়ণগঞ্জ ২৮৯, গাজীপুর ১১৭, নরসিংদী ৬৫, চট্টগ্রাম ৩৭, কিশোরগঞ্জ ৩৩, মুন্সীগঞ্জ ২৭, মাদারীপুর ২৩, ময়মনসিংহ ১৮, লক্ষ্মীপুর ১৮, গোপালগঞ্জ ১৭, বরিশাল ১৭, কুমিল্লা ১৫, গাইবান্ধা ১২, জামালপুর ১২, টাঙ্গাইল ৯, ব্রাহ্মণবাড়িয়া ৯, চাঁদপুর ৮, দিনাজপুর ৮, রাজবাড়ী ৭, নেত্রকোনা ৭, শরীয়তপুর ৬, নীলফামারী ৬, মানিকগঞ্জ ৫, শেরপুর ৫, বরগুনা ৫, রাজশাহী ৪, পিরোজপুর ৪, রংপুর ৩, সিলেট ৩, ঠাকুরগাঁও ৩, ঝালকাঠী ৩, মৌলভীবাজার ২, পটুয়াখালী ২, লালমনিরহাট ২, ফরিদপুর ২, কুড়িগ্রাম ২, নোয়াখালী ২, জয়পুরহাট ২, নড়াইল ২, চুয়াডাঙা ১, কক্সবাজার ১, হবিগঞ্জ ১, লক্ষ্মীপুর ১, সুনামগঞ্জ ১, খুলনা ১, বান্দরবান ১, ফেনী ১, পাবনা ১ ও বগুড়া ১ জন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ