ত্রাণের স্লিপ টাকার বিনিময়ে বিক্রির প্রতিবাদের ও ত্রাণের দাবিতে মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ শনিবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে টাকা বিনিময়ে ত্রাণের স্লিপ বিক্রির প্রতিবাদে এবং ত্রাণের দাবিতে মানববন্ধন হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সৈয়দপুর উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষ হামুরহাট – তারাগঞ্জ সড়কে ওই মানববন্ধন করেন।
বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন,অসহায়,সুস্থ বিভিন্ন বয়সী শত শত মানুষ অংশ নেয়। মানববন্ধনে অংশগ্রহনকারীরা “ত্রাণের চাল বিক্রি কেন” এমন নানা ধরনের শ্লোগান লেখা প্লাকার্ডও প্রদর্শন করে। আর এ সব প্লাকার্ডে আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় শাখার এক নেতার নাম সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের স্থানীয় শাখার ওই নেতার বিরুদ্ধে ত্রাণে স্লিপ একশত টাকা বিনিময়ে বিক্রির অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়া দাবি জানান। অন্যথায় তারা কঠোর কর্মসূচির দেয়ার হুঁশিয়ারী উচ্চারণ করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ